তোমার চুলের গন্ধটা বেশ রোমাঞ্চকর
আমি তাই হারিয়ে যাই সেই চুলের নেশায়।
অগোছালো চুলে বেশি ভালো লাগে
নেশার মত বার বার আমায় সে টানে।
লাল বা সোনালি চুল লাগে না ভালো
তুমার ওই চুল থাকুক কালো।
নানা রঙ্গের ফিতা দিয়ে সাজাবে চুল
আমি রেখে দেব ওই খোঁপাতে ফুল।
বৃষ্টির সময় বা গোসলে ভেজা চুল,
ঘুম থেকে জেগে অগোছালো চুল,
বাতাসে উড়তে থাকা তোমার চুল,
আহ কি অপূর্ব সুন্দর কালো লম্বা চুল।
বাংলার প্রতি ঘরে ঘরে রয়েছে লম্বা কালো চুল
যুগ যুগ ধরে এই চুলে রয়েছে কর মায়া মমতা,
চাই না রঙ্গিন চুলের আধুনিকতা
থাক না কালো চুলের মাধবীলতা।