সুন্দরীর সাথে জোছনা বিলাস নাকি নিজের সর্বনাশ?
একদিন হৃদয়টা ভেঙ্গে চুরমার করে চলে যাবে সে,
তারা শিকার করে আমাদের মত ছেলেদের খুঁজে খুঁজে।
সুন্দরীদের মন বুঝতে যাবেন না, প্রেমে পড়ে যাবেন।
হয়ত সাময়িক সুখী হবেন, কিছুটা স্বপ্ন দেখাবে সে,
একদিন সে ছেরে চলে যাবে, বাকিটা জীবন শেষ।
দুনিয়াটা স্বার্থের, নেই মূল্য সত্যিকারের প্রেমের।
কিছুটা আশা তৈরি হলেও বাকিটা জীবন হবে বিরহের।
এইসব লেখা পড়ে হয়ত কেউ আমাকেও টার্গেট করবে
আমাকে মায়া দেখিতে তারপর দুঃখ দিয়ে চলে যাবে।
আচ্ছা সুন্দরীরা কি তাদের অতীতকে মনে রাখে আমাদের মতন?
আমরা যেমন তাহার বিরহের স্মৃতি করি লালন।
নাকি তারা ভালো জীবন পেয়ে ভুলে যায় এই গরীব ছেলেকে
যার মন নিয়ে একদিন খেলতে এসেছিলো সে।
পাঞ্জাবী পড়ে দাড়িয়ে থাকা ছেলে দেখতে লাগে ভালো
আরও ভালো লাগে টাকাওয়ালাদের যতই হোক সে কালো।
এই বাংলাদেশে এমন অনেক ব্যর্থ প্রেমিক আছে
তারা পরাজিত কারো না কারো কাছে।
জীবনটা সাদাকালো, নেই কারো রঙিন ছোঁয়া
তবুও বার বার সুন্দরীদের মিথ্যে মায়ায় ডুব দেওয়া।