দাঁড়িয়ে তার হাতে নিয়ে পিস্তল,
প্রেমিকার গলায় টার্গেট করা নল।
এই বুঝি গুলি তার শরীরে লাগবে,
ভালোবাসা আজ যেন শেষ হয়ে যাবে।
প্রেমিকের অট্টহাসিটা শোনা যাচ্ছে,
সামনে বাধা প্রেমিকাটা কাঁদছে।
আজ যেন শেষ করে দেবে এক নিমেষে।
সে অনেক বছর আগে যখন দেখেছিল স্বপ্ন,
কত দিন কত মাস তাদের ভালোবাসার গল্প।
আজ সেই বিশ্বাসঘাতক প্রেমিকার সামনে দাঁড়িয়ে,
জমানো বুকের কষ্টগুলো শেষ করবে এক নিমেষে।
আজ অমাবস্যার রাত, অন্ধকারে দেখবে না কেউ
সে জানত প্রেমিকা আজ এখানে আসবে,
তাই ফাঁদ পেতেছিল।
অনেকদিন ধরে জমানো কষ্টগুলো দেখে নি কেউ,
ভেবেছিল তাকে পেলে আবার ভালবাসবে,
কিন্তু সে কি আর এসেছিল?
ও সে তো খুন করবে আজ, জীবনের প্রথম খুন,
যে ছেলেটা রক্ত দেখলে পেত ভয় সে করবে আজ খুন!
না ছেলেটা আর আগের মত নেই, বদলেছে সে।
প্রেমিকার বিশ্বাস ঘাতকটা তাকে যেন শেষ করেছে।
সকালে একটি লাশ পাওয়া গেল, ডিটেকটিভ এসে পরীক্ষা করছে।
যদি বলি এই ডিটেকটিভ গত রাতে নিজ প্রেমিকাকে খুন করেছে,
বিশ্বাস করবে?