ছিল মোর এক খানা কলা গাছের ভেলা
চড়িতাম তাহার উপরে বর্ষার বেলা।
জলরাশির বুকে কলার ভেলায় চড়িয়া
ঠিক যেন আমার টাইটানিকে করিয়া।
লক্ষ্মীন্দরকে নিয়ে বেহুলা ভেলায় ভাসিয়া,
আরা আমি একা এই ভেলায় চড়িয়া।
দূরে দারিয়ে দেখে আমার ভেলা
কৃষক কহিল "আমায় নেবে তোমার ভেলায়?"
আমার ছোট্ট ভেলায় তুমি নাহি চড়
পরের বার আনিবো ভেলা আরেকটু বড়।
তিনি কহিলেন 'দেখো না যদি পারো?'
'আমায় না নাও আমার থলেটা পার করে দিও।'
আমি তাহার থলে নিয়ে ভাসালাম ভেলা
ওই পারে তার স্ত্রী পুত্র করছে অপেক্ষা।
ভেলা পৌঁছালে যত্ন করিয়া নিল সেইত থলে
আমিও চলিলুম তাদের হাসিমুখ খানা দেখে।
জলের প্রাচীন বাহন এই কলাগাছের ভেলা,
এখনো মনে পরে কত স্মৃতি ছিল।
ভেলায় চড়িয়া যাব আমি বন্ধুর দেশে,
আমায় দেখিয়া খুশি হবে কত আশা ছিল।
ছিল মোর এক খানা কলার ভেলা
ছিল কত প্রেম মায়া মমতা
আমার সব সময়ের সঙ্গী ছিল এই ভেলা
আবার যদি পেতাম ফিরে সেই ভেলা।