কেন স্বপ্ন দেখালি কেন আশা জাগালি?
চলে যদি যাবি তবে আমার মন কেন ভাঙ্গলি?
ওই মায়াবী কণ্ঠটা আজও কানে আমার বাজে,
আমি চোখ বুঝলে দেখি তোমায় নতুন কোন সাজে।
লাল শাড়ি পড়ে তুই আজ কোথায় চলে গেলি,
তোর বিরহের সাদা কাফনে আমায় জড়ালি।
ওরে বলেছিলি রে কখনো যাবি না ছেরে,
আজ তোকে হারিয়ে আমি যাচ্ছি মরে।
স্মৃতি গুলি প্রতি ক্ষণে করে আমায় খুন,
তোর বিহনে বিরহ মনকে পুড়ায় গো আগুন।
আজ হৃৎপিণ্ডটা আর চলতে চায় না,
তোর নামই তো ভাঙ্গা হৃদয়ের ভেতর লেখা।
ওরে ও মেয়ে তুই আমায় ছাইড়া চলে গেলি,
এই জীবন্ত লাশের কথা তুই কেন ভুলে গেলি!
না না আমি আর বাঁচতে চাই না,
তোকে হারিয়ে আমার কিছু ভালো লাগে না।
এই দুনিয়ার কেউ ভালবাসে না,
স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না।
মনের ভেতরে হয়েছে ক্ষত,
তোমার কথা ভেবে ভেবে আমি মরে যাব তো।
কাল হয়ত আমি আর থাকব না,
আমার জন্যে হয়ত কেউ কাঁদবে না।