দেখ নি ওই চক্ষু মেলিয়া চারিদিকে হাহাকার
ঘুমিয়ে থাকবে আর কতদিন জেগে ওঠো আরেকবার।
রক্ত গরম তরুণেরা সব আজ জেগে উঠো
আজ এই দুঃসময়ে তোমরা সংগ্রাম শুরু কর।
অতীতের মত নির্যাতন সহ্য করব না আর
রুখে দাঁড়িয়ে করব আদায় অধিকার সবার।
বন্ধুর পথ ভয় করি না আজ, রাখব জীবন বাজি
একমুখো এই রাস্তায় সবাই যুদ্ধে নামো আজি।
ভয় দিচ্ছ? ভয় পাচ্ছি না, মারবে মেরে ফেলো
সব হারিয়ে ভুলে গেছি মৃত্যুভয় মোরা।
কি চেয়েছিলাম কি পেলাম, সবই ছিল মিথ্যে
আজ মানুষের চোখেমুখে শুধু অধিকার আদায়ের ইচ্ছে।
এতদিন শুধু ছিল মোদের চোখের জলের নদী
এখন থেকে শুরু হবে রক্তের সমুদ্র।
হয় অধিকার নয় প্রাণ এই শ্লোগান দিচ্ছে সবাই
রক্ত গরম তরুণেরা আজ ছিনিয়ে আনবেই বিজয়।