ক্লাসের পেছনের বেঞ্চের ছাত্র ছিলাম
সবাই কি আমায় চিনে?
কেউ রেখেছে কি মনে?
কত কিছুই তো বদলে যায় ক্ষণে ক্ষণে
শুনেছি সবাই আছে, বেশ ভালো অবস্থানে
মেয়েরা আছে তাদের ঘর সংসার নিয়ে
দুষ্ট ছেলেদের মধ্যে কেউ একজন পাতি নেতা
মেধাবীরা কুড়িয়েছেন সম্মান আর খ্যাতি
অনেকেই কর্ম ব্যস্ততায়, কেউবা প্রবাসী
ব্যর্থতায় কেউ আবার হয়েছে কবি