আকাশ চুম্বী অট্টালিকা
যানবাহনে প্যাডেল রিক্সা
শান্ত সৃষ্ট নেই কোলাহল
এই যে আমার প্রাণের শহর।
আমজনতার উষ্ণু জোয়ার
মিলন মেলায় কান্দিরপাড়
গানে গানে জমে আসর
ভালোবাসার ধর্মসাগর।
প্রাসাদে ঘেরা নানুয়ার দিঘি
নানান রঙের আলোক বাতি
বিনোদনের নগর উদ্যান
সৌন্দর্যে মুগ্ধ, জুড়ায় প্রাণ।
ঐতিহ্যের রাণী কুটির
নগরজুড়ে স্বপ্নের নীড়
প্রাচীনতম নগর খ্যাত
আমার শহর আমার মতো।