চিরসবুজের চাদরে ঘেরা
সুন্দর একটি গ্রাম,
হৃদয় জুড়ে লিখা আছে
মহেশপুরের নাম।
মসজিদ আছে, মন্দির আছে
আছে খানকা-মাজার,
সারা গ্রাম জুড়ে আছে
তিন তিনটা বাজার।
পীর আউলিয়ার আনাগোনা
ধর্ম প্রিয় মানুষ,
মন্দিরেতে পূজা দেয়
রমেশ চন্দ্র ঘোষ।
উর্বর মাটিতে সোনার ফসল
ফলায় মোদের কৃষক,
অর্থনীতির হাল ধরেছে
কর্মজীবিরা সব।
নামিদামি ব্যক্তিবর্গ
অনেক আছে গ্রামে,
অত্র এলাকার সব লোকেরা
আমাদেরকে চিনে।
মিলে মিশে থাকি সবাই
হিংসা বিদ্বেস নাই,
প্রতিবেশির দুঃখ কষ্টে
সবাই মিলে যাই।