জলের ভেতর থেকে উঠে দেখি এ শহরে বৃষ্টি থেমে গেছে
সবাই সবার কান্না যথাক্রমে শুকোতে দিয়েছে
বিস্তীর্ণ উঠোনে এক এ শীতের মায়াময়ী রোদে
চারপাশে তাকিয়ে দেখি মোহদৃশ্য জেগে ওঠে বোধে।
সমস্ত শীতল বক উড়ে যায় জীবনের আনন্দ উৎসারে
সমস্ত মস্তিষ্ক তার প্রাচীন বঞ্চনা ভুলে যায়
ভুলে গিয়ে যথাক্রমে আলো ঢালি এই অন্ধকারে
জলের ভেতর থেকে উঠে আসি জলশূন্যতায়।