চেয়ে আছি সবিস্ময়ে উড়ে যায় একটি শালিক
যেন কার অপেক্ষায় বসে থেকে সারাটা দুপুর
অতপর গোধূলির ক্রমশ রক্তিমে শতাধিক
দীর্ঘশ্বাস ত্যাগ করে; বেজে ওঠে করুণ নুপূর
বুকে তার, মৃদুতর, ক্রমশ তীব্রতা লাভ করে
সংগোপনে এ বিজনে বনকুঞ্জে পাতা ঝরে, হায়
ঝরাপাতা কোনোদিন ..... কোনোদিন ফেরে না ওপরে
তেমনি ফেরে না আর, একটি শালিক উড়ে যায়।