জন্মিয়াছি আমি বাংলার কোলে,
বলিয়াছি আমি বাংলার বোলে
হাটিয়াছি আমি বাংলার ছন্দে,
বাংলা আমার হাসি আর ক্রন্দে।
হাসিয়াছি আমি বাংলার শব্দে,
গুনিয়াছি আমি বাংলা অব্দে
গাহিয়াছি আমি বাংলার সুর,
বাংলায় আমি হাটিয়াছি বহু দূর।
আবেগে জড়ানো বাংলার সৃতি,
মানুষজন, আর বাংলার প্রকৃতি
হইয়াছি আমি বাংলার কবি,
হৃদয়ে আঁকিয়াছি বাংলার ছবি।
বাংলা আমার রক্তে মিশে,
বাঙালি আমি, ভয় আর কিসে.?
বাংলা আমায় দিয়াছে ঢালি,
গর্বিত আমি, আমি বাঙালি।