জাত- জাত খেলা আর কতদিন খেলবি ধরায় বল?
জাতের চিতায় পুড়লি কত- মানুষ, বেকুফ দল।
ধর্মে ধর্মে খুনোখুনি যদি সম্প্রীতি হয় বল্,
মাথায় টুপি, গলায় ক্রুস, গঙ্গায় ডুবি চল্!
হানাহানি আর খুনোখুনিতেই- লাগছে ওদের বেশ,
মসজিদ আর উপাসনালয় এমনিই হবে শেষ!
ধর্মে-কর্মে নেই'কো তাহার একটু খানি'ও ঝুক,
জাতি ধর্মের লড়াইয়ের কালে বণে ইদ্রানী পুত!
রণ হুংকারে মাতম করে- দেখায় জাতের বল,
জাতি ধর্মের দাঙ্গা বাঁধাতে গোপনে পাকায় ছল!
বলে- এদেশ আমার এদেশ আমার; ঘেউ ঘেউ করে সব,
ভুলে যায় সবে ঐশী বিধানে বলেছেন কি 'রব'।
গালাগালি হোক গলাগলি প্রভু ফরিয়াদ এ'বান্দার,
জাতি ধর্ম ভুলে গিয়ে সবে মিশে হোক একাকার।
ধর্ম যাহার উৎসব'ও তার এটাই হোক মূলনীতি,
তবেই রবে এই ধরাতে ধর্মের সম্প্রীতি।
১২.০৬.২০২২
রাত ০২.৩৮ মিনিট