এক খন্ড স্বস্তি নেই অস্বস্তির এই দেশে!
স্বস্তিহীন মস্তকে ছুটছে দিনরাত প্রাণ।
স্বস্তি-স্বস্তি জিকিরে মুখে ফেনা তুলে মাইক গরম করে, কিছু- কখনো পুরুষ, কখনো নারীবাদী সুশীল!
অথচ- তাদের স্বস্তির খোঁজ অস্বস্তিতে ফেলে দেয় স্বস্থি খুঁজে পাওয়া কিছু সংখ্যালঘু ভদ্র সমাজের।
চলে তর্ক-বিতর্ক, বাক্বিতণ্ডা!
বেলা শেষে দু'পক্ষই জিতে যায়।
সূর্যের সাথে ডুবে যায় স্বপ্ন;
নতুন সকালে হেরে যায়-
সত্যিকারের অস্বস্তিতে থাকা অসংখ্য স্বস্তি কামী প্রাণ!
রচনাকাল
০২.০৫.২০২৩