ভাঙ্গবে না এই ঘুম তোমাদের- আসবেনা কোন নওজোয়ান,
ভয় না করে স্বৈরাচারের নির্যাতন আর তোপ কামান।
জয়ের টিকা মাখ ললাটে, শির উঁচু করে হাঁক তুফান,
খোল হতে তুই-তুল রে-জোয়ান রক্ত মাখা লাল কৃপাণ।
আসবেনা কোন নওজোয়ান।
লুটেপুটে দেখ খাচ্ছে সবাই- চেটেপুটে দেশ শেষ-সাবার,
ঘরে খিল দিয়ে বলছো তুমি- দেখে নেবো যা-হবে-হবার!
শুন পেতে কান বলছি আমি, বাঁচবি আগে মারলে জান,
রক্ত শিরায় বয়'না তবুও বন্হিলিখার নীল সোপান!
আসবেনা কোন নওজোয়ান।
না খেয়ে আজ মরছে গরিব- হেরিয়া রাজা লয় মজা,
পাপের প্রাসাদ চূর্ণ করে কে দিবে হায় তারে সাজা?
ক্ষুধার জ্বালা সইবি কত? গাইবি কত ভাঙার গান?
খিল খুলে সব আয়রে তরা- হয়েছি আমি আগুয়ান।
আসবেনা কোন নওজোয়ান।
আর কত কাল সইবি হেরে? জুলুম বাজের লাথ-ঘুষি,
তিন বেলা জল ভাত-ছাড়া-খেয়ে বলছো আমি তাই খুশি!
যাচ্ছি তবে একলা আমি- সঙ্গে যে নেই রণ ছামান,
চোখের জলে বুক ভাসায়ে রিক্ত হাতে তিক্ত প্রাণ!
আসবেনা কোন নওজোয়ান।
রচনাকাল
রাত- ১২.৩২
১৩.০৮.২০২২