চলে যাওয়া মানে বিদায় নয়।
কিছু স্মৃতি রয়ে যায় নিরবতায়,
কিছু কথা রয়ে যায় নৈঃশব্দের আড়ালে,
কিছু মুহূর্ত ঢাকা পরে যায় বিষন্নতায়;
তা ফিরে আসে হাজার-হাজার আলোকবর্ষ পর- কৃষ্ণপক্ষ যুগে!
বুড়ো এই পৃথিবীতে নশ্বর এই আমি হয়তো থাকবো না,
কিন্তু রয়ে যাবে আমার বুভুক্ষু স্মৃতি-
যা ফিরে ফিরে আসবে ধূমকেতুর মতো।
সেই ধূমকেতু হবে কারো জন্য সুরা;
কারো জন্য বিষ!
কাজী দ্বীন'ইসলাম
০৪.১২.২০২২