একরাশ বিষন্নতা মেখে ডুব দিব হয়ে ঝরা পাতা সমুদ্র সফেন।
কেউ বলবে না কিছু, শুনবো না আমি- নির্ভীক চিত্তে চিত্য ধাউ ধাউ!
দেখব নির্মম পরিহাস- সমুদ্রের অতল গহ্বরে ডুবা ডুবি।
আকাশের নীলিমায় উড়ার স্বপ্ন আজি তুচ্ছ!
আবেগের জাহাজ ক্রাশ করেছে রানওয়েতে।
সময় আসে তুমি আসো, সময় যায় তুমিও যাও;
বেচারা আমি রয়ে আমার মাঝে- নিভৃতে দুখের চাদর মুড়িয়ে।
কোন একদিন আমি থাকবো না, সেদিন খুঁজবে আমায়, ডাকবে।
আমি শুনবো? হয়তো শুনবো- নয় তো বধীর হয়ে থাকবো;
কোন একদিন।
জানো? আবেগের মাস্তুল অনেক ভারি!
সে মাস্তুল টেনে টেনে ঠুসা পড়ে গেছে হাতে।
অনেকদিন হলো চোখ ভরে ঘুম হয় না, থাকি জাগি রাতে; করি কত স্বপ্ন বিলাস- তাকে নিয়ে।
আমার সকল প্রণয়বিলাপ আজ ধূসর, ছাই রঙা।
গোধূলির বিকীর্ণ আলোয় আজও খুঁজে ফিরি তব ফেরার পথ।
কাজী দ্বীন'ইসলাম
০৮.১২.২০২২