যদি আমি অকালেই চলে যাই,
কোন অশান্ত নিশিথে- প্রেম কুঞ্জের কামিনী যদি ঝরে যায়,
যদি আমার জীবন কেতন আর না উড়ে,
আমার জীবনের বেতাল বীণায় আর যদি বাঁশি না বাজে,
আমার মরু হৃদে যদি মরণ বর্ষা নেমে আসে,
অভিমানী- তুমি কেঁদো না।
তোমার অভিমানী চোখে অশ্রু সিক্ত আঁখি বড়ই বেমানান।
তোমার শুষ্ক-পাষাণ বুকে বিরহ-বেদনার নীল স্রোত অনেকটাই কৃত্রিম।

সেইদিন    বাড়ির উঠোনে ঝরে পড়া সজনে ফুলের মতো আমার দেহটাকে দেখতে এসো..
অন্তত একবার।
কোন ফুল চাইনে;
আমার মরণ উল্লাসে তুমি রিক্ত হস্তেই এসো।
আমার নিথর দেহের পাশে বসে অল্প আওয়াজে বলো-
সেই না বলা কথাটা।

আমায় হারিয়ে তুমি তুরীয়ানন্দে নাচিয় তাথিয়া তাথিয়া; আমি সেখান থেকেই দেখব তাহা চাহিয়া..
অনুখন।
তোমার নাচন,
কোদন,
রোদন,
বেদন।

যদি কোনদিন আমার উন্মাদ প্রীতির পাথার শুকিয়ে যায়, তাহলে তোমার চোখ তটিনীর জলে তা পূরণ করে দিও-
অভিমানীনি।

০৭ জুলাই ২০২২
কাজী দ্বীন'ইসলাম