অসময়ের সু'সময় টাই যেনো মধ্যরাত;
মেঘে ঢাকা চাঁদের ফেকাসে আলোয়- হাজার লক্ষ আলোক বর্ষ দূরের তারকাদের সাথে মিলিত হওয়ার এটাই-যে মুখ্যম সময়।
শুক্লপক্ষ যুগের- পূর্ণ চাঁদের স্নিগ্ধ আলোর উষ্ণ ছোঁয়ায়- বাতাসের সাথে প্রণয় আলাপন অতুল্য আরাধ্য!
প্রেমময় কামিনীর পাশে নির্ঘুম যামিনী- মোর জীবনের শ্রেষ্ঠ সুরা!

কাজী দ্বীন'ইসলাম
০৯.০৯.২২
রাত ০৩.০০