যেদিন প্রীতির নদ শুকাবে খুলবে না আর আঁখি,
ডাকবে সেদিন ডাকবে তুমি আমার মরা পাখি।
কাঁদবে সেদিন কাঁদবে দেখে আমার ঝড়া ফুল,
চোখ পাথারে ঝর উঠিবে পাইবে না'কো  কূল।

তব- বক্ষ জুড়ে থাকবে সেদিন আমায় পাওয়ার আশ,
যেমনি ছিলাম তোমার প্রেমে আমি নিদাঘ-তিয়াস।
তবে খুলবে না'যে সেই রোদনে আমার নয়ন সাকি,
ডাকবে সেদিন ডাকবে তুমি আমার মরা পাখি।

ভাববে সেদিন কি হারালে নিছক হেলায় ফেলে,
তনুর খুনে বন্যা বইবে তোমার অশ্রু রোলে।
খুন দাহনে কত পুড়িলা কইরো হিসাব রাখি,
ডাকবে সেদিন ডাকবে তুমি আমার মরা পাখি।

হাসবে যেদিন আমায় ভুলে নতুন প্রিয়ার কোলে,
আমি নাচব সেদিন কান্না গানে আনন্দ হিল্লোলে।
তোমার ঘরে সুখ ফোয়ারার হাসবে নতুন বাতি,
আমার অনল নিভে না'যে ফুরায় না মোর রাতি।

রইবে তুমি প্রেম জোয়ারে সারারাত জাগি,
তোমার বিরহ সইব আমি হইব অনুরাগী।
সেইদিন আমি সত্য মরবো- ডুবিয়া যাইবে আঁখি,
ডাকলেও আর ফিরবে না'কো আমার মরা পাখি।
কাঁদবে সেদিন ডাকবে তুমি আমার মরা পাখি।

২১.০৭.২০২২
রাত ০৯.৫৬ মিনিট
কাজী দ্বীন'ইসলাম