এতটুকুও শ্বাস নেওয়ার ফাঁক নেই,
ফোলা চোখ বেঁয়ে বেঁয়ে ঝড়ছে লাল পানি!
নেতিয়ে পড়া শরীরে এখনো জাগছে বাঁচার স্বাধ;
ঝাঁপসা হয়ে যাওয়া চোখে- এখনো বুনছে নতুন স্বপ্ন।
জীবনের সাতকাহনে পিছিয়ে পড়া অতি সাধারণ জীবনের কী'বা আবদার?
অথচ- সেই অতি সাধারণের জীবন-আকাশে সর্বদাই ঘুরপাক খায় কিছু বুভুক্ষু শকুন!
তবুও জীবন তার আবদার মেটার যেন-তেন;
কিন্তু শকুন!
শকুনের তো চাই লাশের ভাগার!
০৫.০৪.২০২৩