কবি- আপনি নেই বলে আজ বাংলার আকাশে উড়ছে শকুনের ছানা!
খুশির দাপটে ঝাঁপটি মাড়ছে গগণে; আর রিক্ত মরছে, সইছে ক্ষুধার জ্বালা।
কবি- গরীব দুখির লাঞ্ছনার মালা এখনো ঝুলে গলে;
অবমানিতের মরম-বেদনায় শান্তি-পরশ বুলানো আপনি নেই বলে৷
(প্রাণের কবি মহাকবি আপনার মৃত্যুবার্ষিকীতে আপনার রূহের মাগফিরাত কামনা করছি।)
কাজী দ্বীনইসলাম
২৮.০৮.২০২২
রাত ০১.১৯ মিনিট