প্রায় বুড়ো হয়ে আসা পৃথিবীর 'পরে আমি ক্লান্ত এক প্রাণ!
ছুটছি কাল মহাকাল ধরে অসত্যের পথে, গোলক ধাঁধায়!

ভোরের আলো আর রাতের স্নিগ্ধতার মোহ-
ভুলিয়ে দিয়েছে এ আত্মার অস্তিত্ব!
ভোগবিলাস, মোহমায়া আর অসত্য-সুন্দরের কাদায় পিছলে- ঘটেছে নাশ কত প্রাণ!
পথভ্রান্ত পথিক ক্লান্ত দেহে তবুও হাতরাতে চায় বহু পথ;
বিস্ময়! বিস্ময়!

অগত্যা, বুকে হাত দিয়ে জানতে চাইলাম-
এটাও কি জীবন?
তিরস্কারের কন্ঠ বেজে উঠল কর্ণে;
ডুবে গেলাম আমোঘ কালোয়!

ত্রিশূন্যে দাঁড়িয়ে থাকা জীবন শুধু কূল চায় এখন,
ক্লান্ত দেহে দেখবে না আর নোংরা এই ভূবন!

কাজী দ্বীন'ইসলাম
২৬.০৭.২০২৩