বিধ্বংস্ত ধ্বংসস্তূপ-সম আমি
জমা করি কোলাহল— জীবন হিসাবে।
পূন্য-শূণ্য জীবনের কালো অধ্যায়—
ছায়া হয়ে লেপটে থাকে আমৃত্যু!

গরম শ্বাসে ফেপে উঠে ফুঁসফুস;
শুশ্ক দুর্ভিক্ষ-চোখে—
লাল পানি ঝরে পড়ে হটাৎ!
অসময়ে জেগে উঠি সময়ের খোঁজে;
দেহ মারা যায় আত্মার শোকে।

রাত- ১২.৩০ মি
১৮.০৪.২০২৩