আমিও ক্লান্ত হই-
ক্লান্ত হয়ে নুইয়ে পড়ি ফসলি ধান গাছের মত
আমারও কষ্ট হয়-
কষ্ট পেয়েও সব সয়ে যাই নীরবে একা চাঁদের মত
আমারও কান্না পায়-
কাঁদি বর্ষার বৃষ্টির মত অঝোরে
অবশেষে মারা যাই-
শীতে ঝরে যাওয়া পাতার মত!

রচনাকাল-
০৭.১২.২০২৩