মনে পড়ে, আজ খুব বেশী
মনে পড়ে তোমাকে।
যেদিন তুমি আমায়
প্রথম বললে ভালবাসি,
সেদিন আমি শুনেছিলাম
আকাশের গান, কথা বলেছে
চুপি চুপি পাহাড় ঝর্ণা নদী।

মনে পড়ে, বড় বেশী মনে পড়ে
আজ শুধু তোমাকে;
তুমুল জোৎস্না ভেজা রাতে।
এক জোৎস্নায় সারা রাত তুমি
হারিয়ে ছিলে পূর্নিমার চাঁদে,
আর আমি উদাসী কবির মতো
খা খা জোছনায় শুধু তোমাতে।

মনে পড়ে, বড়ো বেশী মনে পড়ে
শুধু তোমাকে,
আজ তুমি কোন এক
অচিন রাজ প্রাসাদে;
আর আমি একাকী নির্বাসিত
গহীন অরণ্য নির্জন দ্বীপে।

মনে পড়ে, কেবলি বড়ো বেশী মনে
পড়ে শুধু তোমাকে।
শুধু তোমাকে........


ঢাকা
১৫.০৫.২০২১
*************************
কবিতাটি উৎসর্গ করলাম-
বাংলা কবিতা আসরের আমার ভাল লাগার প্রিয় কবিদের একজন। যাকে আমার খুব বিরহী কবি বলে মনে হয়েছে। সেই শ্রদ্ধেয় বরেন্য কবি-
"মো: আব্দুল লতিফ রিপন"কে।