সেদিন কথাটা মোবাইলে হঠাৎ
করেই কিশোরীর মত রিনি ঝিনি
গলায় হি হি করে হেসে বললে-
জানো কবি, আমার একটা অসুখ করেছে।
দেখো - খুব শ্রীঘ্রই চলে যাবো দূরে
হঠাৎ করেই পাখির মত উড়ে,
তোমায় একা ফেলে দূরে বহু দূরে।

কথাটা অমন করে কেন বললে?

হেয়ালী মেয়ে শুধু হেয়ালী বুঝ!
কষ্ট বুঝ না?
কথাটা আজও মাঝ রাতে মনে হলে
কী তুমুল কষ্ট বাজে বুকের পাঁজরে।

জানো প্রিয়তমা কথাটা
ধনুকের বিষাক্ত তীর হয়ে
কতটা গভীরে বিঁধেছে হৃৎপিন্ডে,
কতটা তাজা রক্ত ঝরেছে
হৃদয়ের ক্ষত চুয়ে চুয়ে।
কতটা বিষে নীলে নীল কণ্ঠী আজ আমি
হেয়ালী মেয়ে এর কিছুই দেখনি তুমি।

আমার বুঝি কষ্ট নেই!
আমার বুঝি দুঃখ নেই!

কবিতার কসম খেলাম আমি
এ জনম দুঃখী কবির প্রথম প্রেম,
প্রথম ভালবাসা প্রথম অনুভূতি তুমি।
ভালবাসা নাও, হারিয়ে যেও না
প্রিয়তমা অভিমানী।
তুমি ছিলে তুমি আছো
তুমি থাকবে চিরদিনই,
এ জন্মাবধি চির দুঃখী কবি
কাজী দিলুর হৃদয়ে।


ঢাকা
০৪.০৫.২০১৭