আকাশের সাথে কথা বলেছি
সে বলেছে তুমি আমারি।

পাহাড়ের ঝর্না
সেও বলেছে তুমি আমারি।

ফুল পাখি প্রিয় নদী
ওরাও বলেছে তুমি আমারি।

চাঁদ তারা সৃষ্টি রাজী
সবাই বলেছে তুমি আমারি।