কী চাও আমার কাছে?
কি আর দিতে পারি!
চেয়ে দেখ,
আছে এক
কষ্টের নদী।
কী দেব তোমায় ?
কি আর দিতে পারি!
চেয়ে দেখ,
আছে এক
দুঃখের নদী।
কী চাও আমার কাছে?
কি আর দিতে পারি!
হৃদয়ের কপাট
খুলে দেখ,
আমি তোমারি।
কী আছে আমার?
কি আর দিতে পারি!
বেলা শেষে
চেয়ে দেখি,
সবি তোমারি।