আজ কেন জানি খুব ইচ্ছে হয়
ছেলেবেলার মত দু’হাত পা ছুড়ে কাঁদি,
আকাশ পাহাড় কাঁপিয়ে চিৎকার করে কাঁদি।
আজ খুব ইচ্ছে হয় তুমুল কান্নায়
নিজেকে একটু সিক্ত করি।
খুব ইচ্ছে করে না পাওয়ার তীব্র অভিমানে
শৈশবের মত গাল ফুলিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি।
কেন এমন ইচ্ছে জাগে জানিনা।
কেন এমন ইচ্ছে জীবন বুঝিনা।
আজকাল নিজেকে কেন জানি
খুববেশী অচেনা মনে হয়,
মাঝে মধ্যে নিজেকে দেখে নিজেই ভীষণ চমকে উঠি
ভাবি একি সেই সত্যিকারের আমি!
সেই যে কবে পুরনো আয়নায়
নিজের সত্যিকারের স্বরুপ দেখে ভয়ে
চিৎকার করে কেঁদে উঠেছিলাম,
ঠিক মনে নেই।
সেদিন আলোর প্রতিফলন প্রতিসরন
কোন সূত্রই সত্য বলে আমার মনে হয়নি।
এর পর থেকে দর্পণেে আমার ভীষণ ভয়
কোনদিন আর আয়নায়............
কেন জানি আজ অঝোর বর্ষণে
কাঁদতে খুব ইচ্ছে হয়,
কেন জানি ফের হেয়ালী কবির মত
বাঁচতে খুব ইচ্ছে হয়।
ঢাকা
০৭/০৫/১৭