ওরে মামদো
ভূতের ছাও,
দেশটা তোদের
বাপের কেনা
লুটে পুটে খাও?
ওরে মামদো
ভূতের ছাও,
ধর্ম তোদের
বাপের কেনা
ব্যবসা করে যাও?
ওরে মামদো
ভূতের ছাও,
রাজনীতি তোদের
বাপের কেনা
কাঁঠাল ভেঙ্গে খাও?
ওরে মামদো
ভূতের ছাও,
জীবনটা তোদের
বাপের কেনা
নষ্ট করে দাও?
ওরে মামদো
ভূতের ছাও,
শুনতে কিছু পাও?
ওরে মামদো
ভূতের ছাও,
টের কি কিছু পাও?
আম জনতা
ফুঁসবে যেদিন
বুঝবে সেদিন,
কাঁদবে বিড়াল
শিকোয় উঠে
ম্যয়াও ম্যয়াও ম্যয়াও!
ঢাকা
০৭.০৫.২০২১
কবিতাটি উৎসর্গ করলাম-
বাংল কবিতা আসরের আমার ভাল লাগার ওপার বাংলার শ্রদ্ধেয় বরেন্য কবি ও ছড়াকার "শ্রী সঞ্জয় কর্মকার" কে।
কিছু কথা : সেহেরী খেয়ে ফজরের নামায পড়ে বিছানায় গেছি হঠাৎ ছড়াটার কিছু অংশ মাথায় চলে আসে। পরে এর পূর্নাঙ্গ রুপ দেই। এখানে "মামদো ভুতের ছাও" বলতে দূর্নীতিবাজ আমলা,লেবাসধারী ধর্ম ব্যবসায়ীও রাজনীতিক ভন্ড নেতাকে বুঝানো হয়েছে।