এই ছড়া কবিতাটি অধম কবির পক্ষ থেকে উৎসর্গ করা হলঃ " সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ মহামানব দো-জাহানের বাদশা আমার প্রানের রাসুল হযরত মুহাম্মদ ( সাঃ ) এর মহা পবিত্র পরশময় নূরের কদম মোবারকে"। ( আমিন )

যাবো আমি মদীনায়
      -  কাজী দিলু

পাখির মতো
উড়ে উড়ে
যাবো আমি
বহু দূরে
সোনার মদীনায়।

যেথায় আমার
প্রানের রাসুল
রওজাতে ঘুমায়।

সেথায় গিয়ে
করবো আমি
রওজা যিয়ারত।

হৃদয় হতে
দিব সালাম

"আসসালামু
আলাইকুম
ইয়া রাসুলুল্লাহ।
আসসালামু
আলাইকুম
ইয়া হাবীব
আল্লাহ।
আসসালামু
আলাইকুম
ইয়া শাফিউল
মুজনবীন।
আসসালামু
আলাইকুম
ইয়া রাহমাতাল্লিল
আলামিন"।


ওগো আমার
প্রানের রাসুল
চাইনা অধম
অন্য কিছু,
চাইযে দীদার
শুধু তোমাকে।

উম্মত বলে
সদাই রেখো
তোমার নূরের
কদম মোবারকে।


ঢাকা
৩/৬/২৪