ওরে তোরা
দেখনা চেয়ে,
ঐ ক্ষেপেছে
বাংলা মায়ের
দস্যি ছেলে
কাজী দিলু।
সব অনাচার
ভেঙ্গে চুরে,
সব অন্যায়
পায়ে দলে,
সব অসাম্য
কবর দিয়ে,
সব ভেদাভেদ
চিতায় তুলে,
রক্ত শাসন
ভয় ভীতিকে
থোড়া মাইরি
তুড়ি মেরে।
ঐ ক্ষেপেছে
পাগলী মায়ের
দস্যি ছেলে
কবি দিলু।
এক লাথিতে
ফেলবে ভেঙ্গে
মামদো ভূতের
মাথা মুন্ডু।
ঢাকা
২৭.০৫.২০২১