কষ্টের নীল পান্ডুলিপি পড়ে আছে
বড় অবহেলায়, বুক পকেটের কোনায়।
পড়ে আছে বড় অযত্নে
বুক শেলফের এক কোনায়।

হায় ধূসর পান্ডুলিপি!
যেটা আজও আমায়
মাঝরাতে ডেকে তুলে
হিংস্র ছোবলে নীল দংশনে
ক্ষত বিক্ষত করে হৃৎপিণ্ড।

কতবার করজোড়ে মিনতি করেছি
আমাকে আর জ্বালিও না,
আর পুড়িও না।

কেউ কথা রাখেনা।

ও আমাকে পুড়ে পুড়ে
দগ দগে ঘা করে,
ও আমাকে নিশিরাতে
ক্ষত বিক্ষত করে।

ও কেবল জ্বালায়
ও কেবল পোড়ায়,
ও ধূসর পান্ডুলিপি
ও নির্মম ভাগ্যলিপি।







ঢাকা
২০/০৬/১৭