সেইদিন বই মেলার এক বিকেলে
তোমার সাথে প্রথম দেখা,
মনে আছে? কতগুলো কবিতার বই
কিনবো বলে; কত স্টল ঘুরেছি দু'জনে হাত ধরে।
আশ্চর্য! কোন বইয়ে একটিও কবিতা নেই,
কেনা হয়নি কোন কবিতার বই।
কবিতারা লুকিয়েছে তুমি পাশে আছ বলে।
কবিতারা আমার কানে কানে বলেছে
আর কি খোঁজ কবি!
কবিতা যে তোমারি পাশে।
আমি তোমাকে বুঝতে পারিনি
না, সত্যি পারিনি এতটুকু চিনতে।
তোমাকে খুঁজেছি আকাশে বাতাসে,
শেষ বিকেলে শ্যামালীয়া মাঠে, গাছের ছায়াতে।
তোমাকে খুঁজেটি ক্ষুধিতপাষাণ পড়ন্ত যৌবনে,
খুঁজেছি আমি সারা বিশ্ব তন্ন তন্ন করে।
না, তোমাকে আমি পাইনি।
এখন বড্ড ক্লান্ত আমি,
যাওয়া হয়না আর বই মেলাতে
তোমাকে খুঁজি না আর কোনখানে।
হঠাৎ চমকে উঠে দেখি গোধূলি লগ্নে
রয়েছ তুমি আমারি পাশে,
মোর হিয়ারি মাঝে।