কলমের মুখ নেই করবে যে প্রতিবাদ,
যার যার মতো করে লিখে দেয় অতিবাদ।
একদিন একদিন খোলে যাবে মুখ তার,
জেনে নিবে ভুলগুলো সকলেই যার যার।
কলমের কালিপ্রাণ যারা করে পঙ্কিল,
কলমের হাত দিয়ে দিতে চাই ঘুসি কিল।
কলমের মহত্ত্ব আজো যারা বুঝেনি,
সত্য-ন্যায়ের পথ তারা কবু খোঁজেনি।
কলমের স্রষ্টাকে আজো যারা চিনেনি,
হালাল টাকায় তারা কলমটা কিনেনি।
কলমটা সোনাচান রাখে সে জ্ঞানীর মান,
পড়ে গেলে কখনো সে করো তাকে সম্মান।
ধনীদের দান কালি, গরীবের সম্বল,
হেলেফেলে নাহি রেখে দিয়ো তাকে কম্বল।
কলমকে পুঁজি করে খ্যাতি করে অর্জন,
প্রয়োজন শেষ হলে করবে না বর্জন।
[১/৫/২০১৪]