বাবা আমার মাথার ছাতা
বাবা আমার রাজা,
বাবা আমার ফুল বাগিচার
যেমন গোলাপ তাজা।

বাবার কোলে দোলে আমি
বিশ্ব ভ্রমণ করি,
বাবার হাতে হাত রেখে
জোনাকপোকা ধরি।

বাবা আমার খেলার সাথি
খেলি কানামাছি,
বাবার কাঁধে ভর করিয়া
চাঁদটি পাড়িয়াছি।

আমার আশা করতে পূরণ
দৌড়ে মেঘের পিছু,
বেলা শেষে রাখতে খুশি
নিজের হয় না কিছু।

পাহাড়সম দুঃখ ব্যথা
রাখে পিছে বাবা,
হাজার সালাম জানাই এসো
আমার তোমার বাবা।