আজব চোর
কাজী বেলাল রাজী
চোরের নেশা চুরি করা
হায়া শরম ছেড়ে
মানিব্যাগে টাকার সাথে
দামি কাগজ কেড়ে
কেও নিয়ে যায় হাঁড়ি পাতিল
কেউ বা ছাগল গরু,
চোরের নাকি আছে শোনি
শিষ্য লিডার গুরু।
কাঁঠাল চুরি ইলিশ চুরি
চুরি করে লেখা
এতো চোরের মাঝে পেলাম
আজব চোরের দেখা
নবী বলেন জানো তোমরা
বড় চুরি কোনটা
বড় চুরি নামাজ চুরি
নামাজে নাই মনটা
লোক দেখাতে সালাত পড়ে
শ্বশুর বাড়ির জামাই,
জুমাবারে আসে দলে
খেতে মিষ্টি সেমাই।
পাক পবিত্র ভেতর বাহির
সরল দেহে মনে,
তাদের শানে খোশখবরি
আখেরাতের ধনে।