কদম্বের বুকের গহীনে লুকিয়ে থাকে
আষাঢ়ের বৃষ্টির কণা,
অকস্মাৎ পবনে ঝড়ে পরে কদম্ব জল
ঝড়ে কি চিত্তে লুকানো প্রিয়জনা?
মৌন দৃষ্টিতে গগন পানে তাকিয়ে দেখি
বিছানো কালো মেঘের আঁচল,
মোর গগনেও কষ্টের মেঘ উড়ে যায়
আঁখিজোড়া জলে ছলছল।
বর্ষার দিনে আনমনে ভাবি
এই বুঝি আসলে তুমি!
এই বর্ষায় তোমার প্রত্যাবর্তনের তরে
উতলা মনে অপেক্ষার প্রহর গুনি আমি!
প্রকাশিত : দৈনিক যুগান্তর (স্বজন সমাবেশ)
সময় : ২০১১