আমাদের প্রেমের স্মৃতিগুলো
খুবই হৃদয়ছোয়া ছিল তাইনা?
নিকষ কালো অন্ধকার ঘরে পিনপতন নিরবতায়
আমাদের কথার পিঠে কথা বুনে চলা।
প্রেম ও অভিমানের দোলাচলে ফজরের আজানের মিষ্টি সুরে চমকে উঠা,
মিষ্টি প্রেম মিলিয়ে যায় হাজার তারার ভীড়ে,
বুকের পাজরের লেপ্টে থাকা বিরহের স্মৃতি
আমাদের মনের দূরত্বকে পৌঁছে দিয়েছে
হাজার আলোকবর্ষ দূরে!
শ্যাওলা জমা শতবর্ষী কড়ই গাছের শিকড়ে বসে
প্রেম প্রেম খেলা,
সময় গড়িয়ে উবেছে প্রেম,আজ শুধুই অবহেলা।
আমাদের ইর্ষা জাগানিয়া প্রেম ছিল-
তাই পাড়া-মহল্লার শিশু থেকে অশীতিপর
সবার ছিল চর্চিত বিষয়,
সময়ের ব্যবধানে মেনে নিয়েছি পরাজয়,
বাঁকা চোখের নাক সিটকানো চাহনি কি প্রানে সয়?
স্মৃতিগুলো পদাঘাত করে
ধুলিসাৎ করার চেষ্টায় আমি ব্যর্থ যাযাবর,
অবাধ্য স্মৃতির লতারা পেচিয়েছে আমার কলেবর।
তোর উপহারের পারফিউমের বোতলটা
আজও যত্ন করে আগলে রেখেছি,
নাইট্রাস অক্সাইডে (N2O) পরিপূর্ণ করব বলে।
সুখ তো দিলি-ই না!
আমায় একটু লাফিং গ্যাস দিবি,
যাতে দুঃখ ভূলে হাসতে পারি?