প্রিয়,
তোমাকে না পাওয়ার যাতনা
প্রতিনিয়ত কুরে কুরে খায়,
আর কত পোড়াবে আমায়?
আমি যে আর পারছি না!
অসহ্য যন্ত্রণায় বিধাতার কাছে মৃত্যুই কাম্য।।
কিছু পোড়ালে অবশিষ্ট থাকে ছাই
আমার তো কিছুই নাই।

দিব্যি খাচ্ছি, চলছি, ফিরছি, ঘুরছি
তাইলে আমি পুড়ছি কেন?
তবে কি এ দহন হৃদয়ের, এ মৃত্যু প্রেমের?

প্রিয়
আমাকে যদি পুড়িয়ে কর ছাই,
আমি ধূলোয় মিশতে চাই,
আমি চিরতরে হারাতে চাই।

প্রচন্ড রকমের কাছে পেতে চাইলে পরিনতি
এমনই হয়-
আমি মরু, আমি চাতক,
আমি কাঠফাটা রোদ্দুরে চৌচির মাঠ,
ভালোবাসার বৃষ্টিতে ভিজাও আমায়,
না হয় কর ছাই,
আমি একটু শান্তি চাই!