পাড়ার এক মস্ত ধনী
মস্ত জমিদার,
কপাল গুণে পাইছিল ধন
তাহার বাপ দাদার।
শোষন করে অন্যের জমি
নিত দখল করে
ভয়ে কেউ খুলতনা মুখ
থাকতো তাহার ডরে।
বিল, ঝিল সেইসব যদিও
জেলেদের অধিকার
ক্ষমতার দাপটে জোর করিয়া
রাখত দখলে তাহার।
হঠাৎ করে ক্ষমতার বাহু
গেলো পুরোটা ভেঙে
সবার অধিকার ফিরে পেল সব
রইল না কেউ দুঃখে।
এমনই করে শোষিত যারা
বসনিয়া ও কাশ্মীর,ফিলিস্তিন
তারাও সবাই অধিকার ফিরে পাক
ফিরে পাক সুখের দিন।
ধ্বংস হোক বিশ্বের সকল
শোষক জমিদার
জয় হোক সকল শোষিত জাতির
জয় হোক বিশ্ব মানবতার।