মা যে এক
কি মধুর ডাক,
ডাকলে ও ডাক
মনে মিলে শান্তি
দূর হয় মনের ক্লেশ
দূর হয় ক্লান্তি।
ডেকেছি ও ডাক
ঐ শিশু কালে
মায়া দিয়ে জড়িয়ে মা
নিতো তার কোলে।
আজও ডাকি ও ডাক
দেখি মায়ের মুখ
মায়ের মুখে ফোটে হাসি
অন্তরে তার কতোই না সুখ।
ডাকবো ও ডাক
আরও কতো কালে
যতদিন এ দেহে প্রাণ,
ঠোঁটে ভাষা চলে।