লোভ করা দুনিয়াতে
কুৎসিত ব্যাপার
তবুও লোভ লালিত হয়
অন্তরে সবার।
কি ধনী, কি গরীব
সবার চেতনা এক
কি করে আরো হবে
ভাবনা করেনা নেক ।
ওর নাকি এত আছে
আমারো তাহা চাই
সুদ,ঘুষ,চুরি, চামারি
যেমন করেই পাই।
কারো মেরে, কারো ঝেড়ে
অপরাধ যত আর
সব করে হলেও তারা
করবে পকেট ভাঁড়।
লোভ করা মহা পাপ
পাপে যে মরণ
কে কারে সে বাণী
করাবে স্বরণ?