আশ্বিনের বারিধারা
নামিছে গগন চুয়ে
খাল,বিল,নদী,নালা
হঠাৎ গিয়েছে ভরে।
আমনের সবুজ খেত
এই বুঝি ডুবে যায়
কৃষাণের হস্ত মাথায়
ফেলিছে ভাবনায়।
কত কষ্ট, শ্রম গেল
আমন করিতে চাষ
আশ্বিনের বারি কি তবে
করিবে সর্বনাশ।
খোদা তুমি রক্ষা করো
কৃষাণের দিকে চেয়ে
আশ্বিনের এই অসার বারি
দাওগো এবার থেমে।