ভালোবাসা মানে শব্দ মিছিলে প্রেমের শঙ্খনাদ
ভালোবাসা মানে মুখরিত গানে লীন হওয়া অবসাদ।
ভালোবাসা মানে মুখোমুখি বসে দুটি চোখে চোখে কথা
ভালোবাসা মানে দৃপ্ত দ্রোহ, ভেঙ্গে চুড়ে ফেলে প্রথা।
ভালোবাসা মানে উষ্ণ চুমোয় লাল হওয়া ওই ঠোঁট
ভালোবাসা মানে বিষাদ জ্বালায় ব্যথাতুর কোনো চোট।
ভালোবাসা মানে স্বপ্ন চোখে ঘুম ঘুম অভিলাষ
ভালোবাসা মানে হারানো পঙক্তির খুঁজে পাওয়া উল্লাস ।
ভালোবাসা মানে ব্যকুল সন্ধ্যে, মুঠোফোনে কোনো স্বর
ভালোবাসা মানে রিক্ত গোধূলি -তুমিহীন অবসর।
ভালোবাসা মানে জড়িয়ে বুকে স্নিগ্ধ চপল হাসি
ভালোবাসা মানে বারে বারে বলা তোমারেই ভালবাসি।