হয়তো ত্রস্ত বিষাদের সুরে, বরষার অঝোর সংগীতে
শূন্যতার নীল নীল ব্যথা, শব্দ জড়িয়ে ছিল অশ্রুর রঙ।
কবেরকার কোন অবেলায় তুমি উঠে এলে কবিতায়
সহসা বাড়ালে হাত অকুণ্ঠ প্রেমে, মুছে দিতে শোক সব।
অথবা আমিই সপেছি আমায় রিক্ত করে তোমার মাঝে
আহত আমায় জাগিয়ে দিলে উদ্ভাসে, শব্দে এলো বসন্ত।
নব পল্লবে সবুজ হলো কবিতারা, অপূর্ণতার অবসানে।
আমাদের আলিঙ্গনে ঝরে গেলো নৈরাশ্যের অন্ধকার,
মুক্তির প্রতীক্ষিত আপ্লুতি কড়া নাড়ে হৃদয়ের দ্বারে
বন্ধন সুখে খুঁজে নেই অনন্ত মুক্তির পথ, অনির্বাণ প্রেমে।
এই পথ আমাদেরই, শাশ্বত প্রেমে অবারিত।
ফেলে আসা স্মৃতির পোড়া দহন স্পর্শিলে পরম মমতায়।
হাঁটছি তোমার সাথে , হৃদয়ের ক্ষত সব উবে যায় নিমেষে
নিগুঢ় প্রেমের বানভাসি জোয়ারে বিধৌত এ প্রাণ তুমিময়।
শেষ থেকে শুরু, প্রাণের স্পন্দনে খুঁজে নেই আশা
আমাদের প্রেমে রচিত হোক বর্ণিল জীবনের পূর্ণ কোনো অধ্যায়।
চির বসন্ত তুমি, তোমাতে মিশে আমি ঘ্রাণ নেই আস্থার,
শরতের আকাশে তাকাও দেখবে আমারই নীল শার্টে তুমি
সাদা ওড়নার অবিচ্ছিন্ন প্রেমে একাকার, মৃদু স্বরে বললে-
"এসো নতুন করে বাঁচি, আমরা প্রেমের কৃষাণ কৃষাণী।
সুখের আবাদে পূর্ণ করি আমাদের ঘড়, আমাদের মত"।