উদাস বিকেল আপন প্রাণে
রোদ্দুরে ভরপুর
চিত্ত খেয়ায় যায় ভেসে যায়
রঙ বে রঙা সুর।
চপল চিত্তে হয়ত সে আজ
প্রেমের শব্দ বোনে
শব্দবীথি মেলল ডানা
মনের গহীন কোনে।
নাইবা থাকুক ভুলে যাওয়া মুখ
স্মৃতির বুকটি জুড়ে
ছন্দ যে আজ মোহন তানে
বিষাদ রেখে দূরে।
বদলে গেছে সময় গুলো
বিকেল গুলো স্থির
সন্ধ্যা আবার নাইবা করুক
নতুন প্রাণে ভিড়।
রঙন কুটির উন্মাদনায়
ছড়াক প্রাণোচ্ছ্বাস
স্বপ্ন রা সব সুখ প্লাবনে
দু:খ হলো নাশ।
রিক্ত অতীত নাইবা এলো
আজকে সুখের ক্ষনে
আমার বিকেল অস্তাচলে
ডুবছে সংগোপনে।
ভুল ভরা সব গল্পগুলো
ঠাই নিলো ডাস্টবিনে।
কফির চুমুক, নতুন গল্প
নব নব প্রতিদিনে।
দীর্ণ এ প্রাণ পাক প্রতিদান
নীল বিষাদের দাগ
তোমার থাকুক প্রাণের বিকেল
আমার অস্তরাগ।