মুহুর্তেই চেপে ধরে কুয়াশাময় ভয়
হারাবার,
হরিপদ কেরানীরা বাস্তবের ধুসর প্রচ্ছদে
রঙিন স্বপ্ন সাজায় ক্ষনিকের ভ্রান্তিতে।
সহসা প্রহর গুঙিয়ে ওঠে বিচ্ছেদের আবহ সংগীতে।
আমাদের ধমনী তে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে যাতনারা।
পড়ে থাকে কিছু জিজ্ঞাসা অজানাই হয়ে
সময় কি কখনো আসবে আবার,
হারাবার নয় একান্তে পাবার??
কে জানে কোন পাহাড়ের গা বেয়ে নিভৃতে আজো
কান্নার ঝর্ণা ধরে।
নদীর বুকে ঝুঁকে থাকে আহত গোধূলি,
সান্ধ্য আঁধারে নিমজ্জনের প্রতীক্ষায়।