অন্ধকারের অন্তরালে
কৃষ্ণচুড়ার রক্তলালে
ফুটছে দেখো অরুণ আলো
মুক্তি মিছিল -আগুন জ্বালো
মায়ের ভাষার অহংকারে
দীপ্ত হবো বিশ্বদ্বারে
ভাষার একুশ, একুশ প্রাণের
আজকে সে ভোর ভাষার গানের।
রক্ত আগুন একুশ ডাকে
স্বাধীনতা স্বপ্ন আঁকে
হানলো আঘাত বুলেট গুলি
মুক্ত হল মায়ের বুলি।
রক্তে ভেজা একুশ আমার
তোমার আমার সব জনতার
নতুন ভোরে প্রভাত ফেরী
বাংলা ভাষার জয়ভেরি।
শুনতে কি পাও অস্ফুট স্বর
দূর হতে ভাসে সুরের লহর
বিসর্জনের তৃপ্ত দম্ভ
স্বাক্ষ্য দেয় সে স্মৃতির স্তম্ভ।
এই ফাগুনে ঝলসানো রোদ
জাগিয়ে তুলুক দেশত্ববোধ
ভাষার গান আর ভাষার আগুন
আসছে ক্ষনে বাড়ুক দ্বিগুণ।